আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাব কয়টি ও কি কি?

আল্লাহ তায়ালা নবি-রাসুলের কাছে ওহি পাঠিয়েছেন। ওহি হলো আল্লাহর বানী। আল্লাহর বানীসমূহের সমষ্টিকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাবে আছে মানুষের জন্য হিদায়াত। মুক্তির কথা।

আসমানি কিতাবের বিষয়বস্তু
আল্লাহতালা আসমানি কিতাবসমূহতে নানা বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেছেন। এগুলো হলোঃ

  • আল্লাহ তালার সত্তাগত পরিচয়।
  • আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা
  • নবী-রাসূলগণের বর্ণনা
  • পূর্ববর্তী জাতি সমূহের বর্ণনা
  • অবাধ্য ও কাফেরদের পরিণতির বর্ণনা
  • হালাল হারামের বর্ণনা
  • বিধি-বিধান সংক্রান্ত বিবরণ
  • শান্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা
  • উপদেশ ও সুসংবাদ সম্পর্কে বিবরণ
  • আকিদা সংক্রান্ত বিষয় সমূহের বিবরণ
  • পরকাল সংক্রান্ত বিষয় সমূহের বিবরণ

আসমানি কিতাব কয়টি ও কি কি?

আসমানি কিতাব হলো ১০৪ খানা। ৪ খানা বড়। আর ১০০ খানা ছোট। ছোট কিতাবকে সহীফা বলে। সহীফা মানে পুস্তিকা।

৪ খানা বড় কিতাব হলোঃ
১। তাওরাতঃ হযরত মূসা (আ)-এর উপর অবতীর্ণ হয়েছিল।
২। যাবুরঃ হযরত দাঊদ (আ)-এর উপর অবতীর্ণ হয়েছিল।
৩। ইনজিলঃ হযরত ঈসা (আ)-এর উপর অবতীর্ণ হয়েছিল।
৪। কুরআন মজিদঃ হযরত মুহাম্মদ (স)-এর উপর অবতীর্ণ হয়েছিল।

কুরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান, ভালো হওয়ার শিক্ষা। আমরা সকল কিতাবে বিশ্বাস করব। আর কুরআন মজিদের শিক্ষা মেনে চলব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *