সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

যে সকল উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ (Flowering plant) বলে। গোলাপ, জবা, আম, শাপলা সপুষ্পক উদ্ভিদের উদাহরণ। সপুষ্পক উদ্ভিদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে।

কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কেউ ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই ধরনের নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ।

যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ (Non-flowering plant) বলে। মস এবং ঢেঁকি শাক অপুষ্পক উদ্ভিদের উদাহরণ। অপুষ্পক উদ্ভিদ স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *