রূপান্তরিত কাণ্ড কাকে বলে? রূপান্তরিত কাণ্ড গুরুত্বপূর্ণ কেন?

ক্ষেত্র বিশেষ উদ্ভিদের সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থানগত পরিবর্তন ঘটে। এই ধরনের পরিবর্তিত কাণ্ডকে রূপান্তরিত কাণ্ড বলে।

রূপান্তরিত কাণ্ড গুরুত্বপূর্ণ কেন?

রূপান্তরিত কাণ্ড বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। যেমন গোল আলুর স্ফীত কন্দ ও ওলকচুর গুঁড়িকন্দ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আবার আদা ও হলুদ গুরুত্বপূর্ণ মসলা হিসেবে রান্নায় ব্যবহৃত হয়। ফণীমনসার রূপান্তরিত কাণ্ড বাগানের সৌন্দর্য বর্ধন করে। বুলবিল, থাকুনির ধাবক, চন্দ্রমল্লিকার বক্র ধাবক ইত্যাদি উদ্ভিদের অঙ্গজ প্রজননে সাহায্য করে, যা খুবই গুরুত্বপূর্ণ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *