Hyperlink কি?
ওয়েবপেজের বিভিন্ন ধরনের তথ্যাবলির ভেতর ভার্চুয়াল সংযােগ স্থাপন করার ব্যবস্থাই হচ্ছে হাইপারলিংক। বর্তমানে ওয়েবপেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ হাইপারলিংক ব্যবহার করে একই ডকুমেন্ট এর বিভিন্ন পেজে অথবা এক ডকুমেন্ট থেকে একই অবস্থানের অথবা ভিন্ন কোনাে অবস্থানের ভিন্ন কোনাে ডকুমেন্ট -এর পেজে সহজে গমন করা যায়। এছাড়া প্রয়ােজনীয় তথ্য দ্রুত প্রদর্শন কর যায় এবং সর্বপরি ব্রাউজারকারীর সময় বাঁচে।