DNS বা Domain Name System হচ্ছে আইপি অ্যাড্রেসের একটি আলফানিউমেরিক ক্যারেক্টার বা নাম্বার সম্বলিত ঠিকানা। নাম্বার দ্বারা লিখিত আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়। যেমন- আইপি অ্যাড্রেস ২০৩.৯১.১৩৯.২ এর পরিবর্তে bijoy.net ডোমেইন নেম ব্যবহার করা হয়।
ওয়েবপেজ দেখার জন্য ইন্টারনেট সংযোগ আবশ্যক কি?
ইন্টারনেট তথা ওয়েবে কোনো লেখা, অডিও, ভিডিও, স্থিরচিত্র, এনিমেশন ইত্যাদি তথ্যসমূহকে রাখার জন্য যে পেজ (Page) ব্যবহৃত হয় তাকেই ওয়েবপেজ বলে। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েবপেজ বলে। এজন্য ওয়েবপেজ দেখার জন্য ইন্টারনেট সংযোগ আবশ্যক।