পড়াশোনা
1 min read

বণিক কারা? ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝ?

বণিক কারা?

উত্তর : যারা ব্যবসায়-বাণিজ্য করে তারাই বণিক।

ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝ?

উত্তর : ঔপনিবেশিক শাসন হলো বিদেশি শক্তি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করা।

সাধারণত কোনো বিদেশি শক্তি যখন কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করে তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় না। ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না। তারা জানে একদিন তাদের এই শাসন গুটিয়ে নিজ দেশে ফিরে যেতে হবে। তবে যত দিন শাসক হিসেবে থাকবে তত দিন সেই দেশের ধনসম্পদ নিজ দেশে পাচার করবে। তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে শাসন করা আর সুবিধাজনক মনে হবে না তখন নিজ দেশে ফিরে যাবে। এভাবে অন্য কোনো দেশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে ঔপনিবেশিক শাসন বলে।

Rate this post