কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাসের ইতিহাস, লক্ষণ ও প্রতিকারের উপায় What is Computer virus?
কম্পিউটার ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য হলো:
- এটি নিজেই নিজের অনুরূপ তৈরি করতে পারে।
- এটি সব সময় কোন ফাইল বা প্রোগ্রামের সাথে চলাচল করতে পারে।
১৯৭১ সালে বব থমাস নিজে থেকেই ছড়াতে পারে এরূপ একটি পরীক্ষামূলক কম্পিউটার ভাইরাস তৈরি করেন- যার নাম ছিল ক্রিপার ভাইরাস (Creeper Virus)। ১৯৯২ সালে মাইকেল অ্যাঞ্জেলা ভাইরাসের আবির্ভাব ঘটে। লাখ লাখ কম্পিউটার এতে অচল হয়ে পড়ে। ১৯৯৯ সালে ২৬ এপ্রিল বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার CIH বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। ২০০৮ সালে জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং মাইস্পেস এর ব্যবহারকারীদের লক্ষ্য করে Koobface কম্পিউটার ওয়ার্ম ছাড়া হয়। একই বছরের ২১ নভেম্বর কম্পিউটার ওয়ার্ম কনফিকার (Conficker) ৯ থেকে ১৫ মিলিয়ন মাইক্রোসফট সার্ভার সিস্টেমকে আক্রান্ত করে।
ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে
কোন কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নিচে দেওয়া ক্ষতি হতে পারে–
১। কম্পিউটারে সেভ করে রাখা কোন ফাইল মুছে দিতে পারে।
২। ফাইল বা ডাটা করাপ্ট বা নষ্ট করে দিতে পারে।
৩। মনিটরের রেজুলেশন চেঞ্জ বা পরিবর্তন হতে পারে।
৪। সিস্টেম এর সেটিং চেঞ্জ বা পরিবর্তন করতে পারে।
ভাইরাস প্রতিকারের উপায়
কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে। বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলাে ভাইরাস আক্রমণ করার আগেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল ফ্রিতে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলােড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রােগ্রাম এর নাম দেয়া হলাে–
১। এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার
২। এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার
৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার
৪। নরটন এন্টিভাইরাস সফটওয়্যার; ইত্যাদি।