মিনি কম্পিউটার ও মেইনফ্রেম কম্পিউটার কাকে বলে?
মিনি কম্পিউটারঃ যে কম্পিউটার মাইক্রোকম্পিউটারের চেয়ে বড় এবং মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট তাকে মিনি কম্পিউটার বলে। এটা শিল্প-বাণিজ্য ও গবেষণাগারে ব্যবহার করা হয়ে থাকে। PDPII, IBM S/34, NCR S/9290 ইত্যাদি মিনি কম্পিউটারের উদাহরণ।
মেইনফ্রেম কম্পিউটারঃ যে কম্পিউটার মিনি ও মাইক্রোকম্পিউটারের চেয়ে বড় এবং সুপার কম্পিউটারের চেয়ে ছোট তাকে মেইনফ্রেম কম্পিউটার বলে। এতে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে এবং এক সঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে।