পড়াশোনা
1 min read

লেন্স (Lens)কাকে বলে? লেন্স কত প্রকার ও কি কি? লেন্স চেনার উপায় কি?

লেন্স কাকে বলে? (What is Lens in Bengali/Bangla?)
দুটি গোলীয় অথবা একটি গোলীয় ও একটি সমতল অথবা দুটি বেলনাকৃতি অথবা একটি বেলনাকৃতি ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স (Lens) বল। লেন্সের ভেতর দিয়ে আলোর প্রতিসরণ ঘটে।

লেন্সের প্রকারভেদ (Types of Lens)

লেন্স প্রধানত দুই প্রকার। যথা–
১। উত্তল বা অভিসারী লেন্স এবং
২। অবতল অপসারী লেন্স।

১। উত্তল বা অভিসারী লেন্সঃ যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত সরু তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সে আলোক রশ্মি উত্তল পৃষ্ঠে আপত্তি হয় বলে তাকে উত্তল লেন্স বলে। এ লেন্স সাধারণত এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে থাকে বলে তাকে অভিসারী লেন্সও বলা হয়।

২। অবতল অপসারী লেন্সঃ যে লেন্সের মধ্যভাগ সরু বা চিকন কিন্তু প্রান্তদ্বয় মোটা তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সে আলোক রশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয় বলে তাকে অবতল লেন্স বলে। এ লেন্স সাধারণত এক গুচ্ছ আলোক রশ্মিকে অপসারী করে থাকে, এজন্য একে অপসারী লেন্সও বলা হয়।

লেন্স চেনার উপায় কি?
লেন্সের অতি নিকটে একটি বস্তু রাখলে যে অবাস্তব এবং সিধা প্রতিবিম্ব সৃষ্টি হয়, তার আকার দেখে লেন্স চেনা যায়।

  • প্রতিবিম্ব বস্তুর আকারের চেয়ে বড় হলে – উত্তল লেন্স।
  • প্রতিবিম্ব বস্তুর আকারের চেয়ে ছোট হলে – অবতল লেন্স।

উত্তল ও অবতল লেন্সের পার্থক্য।
উত্তল লেন্স ও অবতল লেন্স এর পার্থক্য নিম্নরূপ :

উত্তল লেন্স

  • উত্তল লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্ত বা কিনারার দিক ক্রমশ সরু।
  • আলোক রশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয়।
  • উত্তল লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী করে থাকে।
  • এটি একটি অভিসারী লেন্স।
  • এই লেন্সে বাস্তব ও অবাস্তব দুই ধরনের বিম্বই তৈরি হয়।

 

অবতল লেন্স

  • অবতল লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্ত বা কিনারার দিক ক্রমশ মোটা।
  • আলোক রশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয়।
  • অবতল লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী করে থাকে।
  • এটি অপসারী লেন্স।
  • এই লেন্সে সর্বদা অবাস্তব বিম্ব তৈরি হয়।
Rate this post