লোকাল বাস কি? লোকাল বাসের প্রকারভেদ।

লোকাল বাস হল এক ধরনের কম্পিউটার বাস যা এক বা একাধিক এক্সপানশন বাসকে সরাসরি সিপিইউ এর সাথে সংযুক্ত করে। লোকাল বাস কম্পিউটারের জন্য দ্রুত গতিতে কাজ করার সুযোগ নিশ্চিত করেছে। শুরুতে ৩২বিট ডেটা বাসবিশিষ্ট লোকাল বাস ৫০ মেগাহার্টজ ক্লক স্পীডে অনায়াসে কাজ করতে পারত। বর্তমানে ৬৪বিট ডেটা বাসবিশিষ্ট লোকাল বাসের মাধ্যমে ৪০০ মেগাহার্টজ পর্যন্ত গতিতে ডেটা পরিবহন করা সম্ভব হচ্ছে।

লোকাল বাসের প্রকারভেদ
বর্তমানে লোকাল বাসের দুটি স্টান্ডার্ড রয়েছে। যথা-
১. ভেসা (VESA-Video Electronic Standard Architecture),
২. পিসিআই (PCI-Peripheral Component Interconnect)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *