কস্টোম ইন্সটলেশন কি? What is Custom installation?

ইন্সটলেশন প্রক্রিয়ায় কোনাে প্রােগ্রামের কোন কোন কম্পােনেন্ট ও বৈশিষ্ট্য কপি হবে তা নিয়ন্ত্রণ করা পদ্ধতিই হলাে কস্টোম ইন্সটলেশন (Custom installation)।

যেমন- আপনি ‘মাইক্রোসফট অফিস ২০০৭’ ইন্সটল করতে চাচ্ছেন। মাইক্রোসফট অফিস এক্সপিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, একসিস, আউটলুক, গ্রুভ, ইনফোপাথ, ওয়াননেট, পাবলিশার ইত্যাদি বিভিন্ন ধরনের প্রােগ্রাম থাকে। এতগুলাে প্রােগ্রাম আপনি হয়তাে ব্যবহার করেন না। ধরুন, আপনার একসিস প্রােগ্রামটির কোনাে প্রয়ােজন হয়তাে নেই। সেক্ষেত্রে কাস্টোম ইনস্টলেশন প্রক্রিয়ায় আপনি ইনস্টল করার সময়ই মাইক্রোসফট একসিস প্রােগ্রামটি বাদ দিতে পারেন। আর এটিই হলাে কাস্টোম ইন্সটলেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *