Modal Ad Example
পড়াশোনা

নোটবুক (Notebook) ও নেটবুক (Netbook) এর মধ্যে পার্থক্য কি?

1 min read

নোটবুক ও নেটবুকের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ

নোটবুক
১. প্রসেসর উচ্চ ক্ষমতাসম্পন্ন।
২. ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলকভাবে কম।
৩. তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়।
৪. মনিটর ও কীবোর্ড পূর্ণ আকারের হয়ে থাকে।
৫. দাম তুলনামূলক বেশি।
৬. ওজন ও আকৃতি অপেক্ষাকৃত বেশি ও বড়।
৭. অপটিক্যাল ড্রাইভ (ডিভিডি/ব্লু-রে) থাকে।

নেটবুক
১. ওজন তুলনামূলকভাবে প্রসেসর কম ক্ষমতাসম্পন্ন।
২. ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলকভাবে বেশি।
৩. তুলনামূলকভাবে বিদ্যুৎ কম খরচ হয়।
৪. মনিটর ও কীবোর্ড অপেক্ষাকৃত ছোট।
৫. দাম তুলনামূলক কম।

5/5 - (16 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x