অপটিক্যাল মার্ক রিডার কি? এর ব্যবহার, সুবিধা ও অসুবিধা What is Optical Mark Reader?

অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) হলো একটি যন্ত্র, যা পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে। কালির দাগ বোঝা যায় কালির দাগের ওপর আলোর প্রতিফলন বিচার করে আর পেন্সিলের দাগের সীসার উপাদান গ্রাফাইটের বৈদ্যুতিক পরিবাহিতা নির্ণয় করে পেন্সিলের দাগ বোঝা যায়।

ব্যবহার
১. নৈর্ব্যক্তিক উত্তরপত্র মুল্যায়নে ব্যবহার করা হয়।
২. জনমত জরিপে ব্যবহার করা হয়।
৩. পরীক্ষার রেজিস্ট্রেশনে ব্যবহার করা হয়।
৪. আদমশুমারি তৈরি করতে ব্যবহার করা হয়।

সুবিধা
১. উত্তরপত্র বা কোন ডকুমেন্ট পরীক্ষা করলে ভুল বা পক্ষপাতিত্বের আশংকা থাকে না।
২. দ্রুত গতিতে পরীক্ষা করা যায়।

অসুবিধা
১. পেন্সিলের গ্রাফাইটের উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।
২. কালির উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।
৩. দামি কাগজের প্রয়োজন হয়।
৪. শুধুমাত্র অপশন ভিত্তিক তথ্য দেয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *