Modal Ad Example
পড়াশোনা

প্রধান মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য কি?

1 min read

প্রধান মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য তুলে ধরা হলোঃ

প্রধান মেমোরি

  • প্রধান মেমোরির সাথে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সরাসরি সংযােগ থাকে।
  • প্রক্রিয়াকরণ অংশের নির্দেশ সংবলিত প্রােগ্রাম এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য নির্দেশমালা প্রধান মেমোরিতে ধারণ করে।
  • কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে সরাসরি সংযােগ থাকায় সংযােগ সময় (Access Time) কম।
  • বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে এক ধরনের প্রধান মেমোরি (রম)-এর উপাত্ত মুছে যায় না কিন্তু অপর ধরনের প্রধান মেমোরি (র‌্যাম) – এর উপাত্ত মুছে যায়।

সেকেন্ডারি মেমোরি

  • সেকেন্ডারি মেমোরির সাথে CPU-এর সরাসরি সংযােগ থাকে না।
  • কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন উপাত্তের প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনার পর (অর্থাৎ ব্যবহারিক সফ্টওয়্যারের মাধ্যমে তৈরিকৃত ফাইল) তা সংরক্ষণের জন্য সেকেন্ডারি মেমোরি ব্যবহৃত হয়।
  • কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে সরাসরি সংযুক্ত না থাকায় এর সংযােগ সময় অপেক্ষাকৃত বেশি।
  • বিদ্যুৎপ্রবাহ বন্ধ করলেও এ মেমোরির উপাত্ত মুছে যায়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x