যেসব প্রিন্টেরে রিবনের উপর প্রিন্টার হেডের আঘাত ছাড়াই প্রিন্ট করা হয়, তাকে নন ইমপ্যাক্ট প্রিন্টার (Non-Impact Printer) বলে। এ জাতীয় প্রিন্টেরে স্পর্শ না করেই তাপ, আলো, বিদ্যুৎ ইত্যাদি দ্বারা লেখা ফুটিয়ে তোলা হয়। এ জাতীয় প্রিন্টেরে ছাপানোর গতি বেশি। তাই সময় কম লাগে। এতে শব্দ কম হয়। তবে এ জাতীয় প্রিন্টার ব্যয় বহুল।
নন ইমপ্যাক্ট প্রিন্টার চার প্রকার। যথা-
(ক) লেজার প্রিন্টার
(খ) ইঙ্কজেট প্রিন্টার
(গ) থার্মাল প্রিন্টার
(ঘ) স্থির বৈদ্যুতিক প্রিন্টার।