ডট প্রিন্টার ও লেজার প্রিন্টার এর মধ্যে পার্থক্য কি?
ডট প্রিন্টার
১. ডট প্রিন্টার প্রিন্ট হেড কালির রিবনের উপর দিয়ে রােলারের আটকানাে কাগজের উপর ধাক্কা দিলে সেখানে অক্ষরের ছাপ পড়ে।
২. ডট প্রিন্টারে একটি বর্ণ বা একটি লাইন ছাপানাের পর প্রিন্ট মাথা একটু সরে যায় ফলে আরেকটি অক্ষর বা লাইন ছাপা হয়।
৩. এ প্রিন্টার ধীর গতিসম্পন্ন।
৪. ছাপা সাধারণ মানের।
৫. ডট প্রিন্টারের মূল্য কম।
৬. কালির কার্টিজের দাম কম। কিন্তু পৃষ্ঠা প্রতি ছাপা খরচ বেশি।
লেজার প্রিন্টার
১. লেজার প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপানাে হয়।
২. কাগজের উপর লেজার রশ্মি তাপে অক্ষর স্থায়ীভাবে বসে ছাপানাে হয়।
৩. এ প্রিন্টার উচ্চগতি সম্পন্ন।
৪. লেজার প্রিন্টারের ছাপা উন্নত মানের।
৫. লেজার প্রিন্টারের মূল্য বেশি।
৬. কালির টোনারের দাম বেশি। কিন্তু পৃষ্ঠা প্রতি ছাপা খরচ কম।