পড়াশোনা

Windows Live CD বলতে কী বোঝায়? VCD ও DVD এর পার্থক্য লিখ।

1 min read

Windows Live CD বলতে কী বোঝায়?
Windows Live CD বলতে বোঝায় হার্ড ডিস্কের উইন্ডোজকে একটি সিডিতে রাখা। অর্থাৎ একটি প্রক্রিয়ার মাধ্যমে পুরো উইন্ডোজকে একটি সিডিতে রেখে দেয়া। আগে যেখানে উইন্ডোজ থাকতো হার্ড ডিস্কে এখন সেটি থাকবে সিডিতে এবং কম্পিউটার চালু করলে কম্পিউটার তখন সিডি হতে চালু হবে। অবশ্য সেক্ষেত্রে লাইভ সিডির মাধ্যমে রান করা উইন্ডোজে হার্ড ডিস্কের উইন্ডোজের সকল ফিচার পাওয়া যাবে না। শুধুমাত্র একেবারেই দরকারি বা জরুরি ফিচারগুলো পাওয়া যাবে। কেননা হার্ড ডিস্কে যে উইন্ডোজ ইন্সটল করা হয় তা বিপুল পরিমাণ জায়গা নেয় যা একটি সিডিতে রাখা সম্ভব নয়। তাই লাইভ সিডি তৈরি করার প্রক্রিয়ার মাধ্যমে আপাত কম জরুরি ফিচারগুলো বাদ দেয়া হয়। আর আপনি যদি একটি লাইভ সিডি তৈরি করেন তাহলে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটাপ দেয়া থাকুক বা না থাকুক আপনি লাইভ সিডিটি থেকে উইন্ডোজ চালু করতে পারবেন। অবশ্য সেজন্য আপনিও BIOS সেটিংয়ে First Boot Device হিসেবে CD Drive সিলেক্টেড থাকতে হবে।

VCD ও DVD এর পার্থক্যঃ

VCD
১. এর পূর্ণ নাম Video Compect Disk.
২. Video ডাটার হার 1.44 MB/Sec.
৩. ভিডিও কম্প্রেশন MPEG-1
৪. সাউন্ড ট্র্যাকস 2 Channel.

DVD
১. এর পূর্ণ নাম Digital Video Disk.
২. Video ডাটার হার 1-10GB/Sec.
৩. ভিডিও কম্প্রেশন MPEG-2 বা MPEG-4
৪. সাউন্ড ট্র্যাকস Multi Channel.

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x