সিআরটি (CRT) মনিটর ও এলসিডি (LCD) মনিটরের মধ্যে পার্থক্য কি?
সিআরটি (CRT) মনিটর
১. CRT এর পূর্ণরূপ হলো Cathode Ray Tube।
২. সিআরটি মনিটরের কালার দেখানোর ক্ষমতা অসীম।
৩. সিআরটি মনিটরের ক্ষেত্রে পর্দায় দেখানো ছবি যেকোন এঙ্গেল থেকে ভালো দেখা যায়।
৪. কম উজ্জ্বল ডিসপ্লের হয়ে থাকে।
৫. ওজন বেশি সহজে বহন করা যায় না।
৬. এলসিডি মনিটরের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়।
৭. মূল্য তুলণামূলকভাবে কম।
৮. ল্যাপটপে সিআরটি ব্যবহৃত হয় না।
এলসিডি (LCD) মনিটর
১. LCD এর পূর্ণরূপ হলাে Liquid Crystal Display।
২. এলসিডি মনিটর ১৬.৭ মিলিয়ন কালার দেখাতে পারে।
৩. এলসিডি মনিটরের ক্ষেত্রে পর্দায় দেখানো ছবি সোজাসুজি না তাকিয়ে ভালো দেখা যায় না।
৪. বেশ উজ্জ্বল ডিসপ্লের হয়ে থাকে।
৫. ওজন কম তাই সহজে বহন করা যায়।
৬. আনেক কম বিদ্যুৎ খরচ হয়।
৭. মূল্য তুলণামূলকভাবে বেশি।
৮. ল্যাপটপে এলসিডি ব্যবহৃত হয়।