তল, রেখা ও বিন্দু সম্পর্কে ইউক্লিডের বর্ণনা লিখ।
ইউক্লিড তল, রেখা ও বিন্দু সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিচে তুলে ধরা হলো-
- যার কোন অংশ নেই, তাই বিন্দু।
- রেখার প্রান্ত বিন্দু নেই।
- যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাই রেখা।
- যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবর থাকে, তাই সরলরেখা।
- যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাই তল।
- তলের প্রান্ত হলো রেখা।
- যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।