পড়াশোনা

তল, রেখা ও বিন্দু সম্পর্কে ইউক্লিডের বর্ণনা লিখ।

1 min read

ইউক্লিড তল, রেখা ও বিন্দু সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিচে তুলে ধরা হলো-

  • যার কোন অংশ নেই, তাই বিন্দু।
  • রেখার প্রান্ত বিন্দু নেই।
  • যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাই রেখা।
  • যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবর থাকে, তাই সরলরেখা।
  • যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাই তল।
  • তলের প্রান্ত হলো রেখা।
  • যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।
3/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x