শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলোকে একত্রে অখণ্ড সংখ্যা বলে। যেমন- ০, ১, ২, ৩, …. ইত্যাদি সংখ্যাগুলি হলো অখণ্ড সংখ্যা।
গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। মণকিয়া কি?
উত্তরঃ মণকিয়া হচ্ছে মণ (৪০) বিষয়ক গণিত।
প্রশ্ন-২। অঙ্ক পাতন কাকে বলে?
উত্তরঃ কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে।
প্রশ্ন-৩। বিসুষম বহুভুজ বা অনিয়মিত বহুভুজ কাকে বলে?
উত্তরঃ যে বহুভুজের বাহুগুলো এবং অন্তঃস্থ কোণগুলো পরস্পর অসমান তাকে বিসুষম বহুভুজ বা অনিয়মিত বহুভুজ বলে।
প্রশ্ন-৪। সুষম বহুভুজ বা নিয়মিত বহুভুজ কাকে বলে?
উত্তরঃ যে বহুভুজের বাহুগুলো এবং অন্তঃস্থ কোণগুলো পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বা নিয়মিত বহুভুজ বলে।
প্রশ্ন-৫। তারা বহুভুজ কাকে বলে?
উত্তরঃ যে বহুভুজের বাহুগুলো ও অন্তঃস্থ কোণগুলো পরস্পর সমান এবং একটি বাহু অন্য বাহুর ছেদক হয় অথবা একটি বাহু অন্য বাহুকে শীর্ষ ব্যতীত ভিন্ন কোন বিন্দুতে ছেদ করে তাকে তারা বহুভুজ বলে।
প্রশ্ন-৬। বর্গক্ষেত্রের কর্ণ কাকে বলে?
উত্তরঃ বর্গক্ষেত্রের বিপরীত শীর্ষ বিন্দু দুইটির সংযোজক রেখাংশকে বর্গক্ষেত্রের কর্ণ বলে।
প্রশ্ন-৭। সেটকে প্রকাশ করার কয়টি পদ্ধতি আছে?
উত্তরঃ সেটকে প্রকাশ করার 2 টি পদ্ধতি আছে।
প্রশ্ন-৮। কোন বিজ্ঞানীর নাম অনুসারে ভেনচিত্রের নামকরণ করা হয়?
উত্তরঃ বিজ্ঞানী জনভেনের নাম অনুসারে ভেনচিত্রের নামকরণ করা হয়।
প্রশ্ন-৯. সেট তত্ত্বের জনক কে?
উত্তরঃ সেট তত্ত্বের জনক হলেন গেয়র্গ কান্টর (Georg Cantor)।