বাদ সেট বা সেটের অন্তর কাকে বলে?

কোনো একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বা সেটের অন্তর বলে।

গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। ত্রিভুজ সমাধানের দ্ব্যর্থক ক্ষেত্র বলতে কী বুঝায়?
উত্তরঃ কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। এক্ষেত্রে বৃহত্তর কোণের sin মান নিলে দুইটি মান পাওয়া যায় এবং উভয় মানই গ্রহণযোগ্য হয়। এই পরিস্থিতিকে ত্রিভুজ সমাধানের দ্ব্যর্থক ক্ষেত্র বলা হয়।

প্রশ্ন-২। স্থান কাকে বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ঐ বস্তুর স্থান বলে।

প্রশ্ন-৩। আর্যভট্ট কে ছিলেন?
উত্তরঃ আর্যভট্ট পাটিগণিতের জনক ছিলেন।

প্রশ্ন-৪। সূচকীয় রাশি কাকে বলে?
উত্তরঃ সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে।

প্রশ্ন-৫। বীজগাণিতিক সুত্র কাকে বলে?
উত্তরঃ বীজগাণিতিক প্রতিক দ্বারা প্রকাশিত যেকোনো সাধারণ নিয়ম বা সিধান্তকে বীজগাণিতিক সুত্র বলে।

প্রশ্ন-৬। উপাত্ত কী?
উত্তরঃ সম্পাদ্যে যা দেয়া থাকে, তাই উপাত্ত।

প্রশ্ন-৭। সম্পাদ্যের প্রধান কয়টি অংশ?
উত্তরঃ সম্পাদ্যের প্রধান ২টি অংশ। যথা: (ক)উপাত্ত ও (খ) করণীয়।

প্রশ্ন-৮। ষাটকিয়া কি?
উত্তরঃ ষাটকিয়া হলো সেই পদ্ধতি, যেটিতে এক থেকে ষাট পর্যন্ত গুণে তারপর পুনরাবৃত্তি করতে হয়।

প্রশ্ন-৯। ঘনবস্তু কাকে বলে? ঘনবস্তুর উদাহরণ
উত্তরঃ যে সকল বস্তু তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্দেশ করে সেগুলোকে ঘনবস্তু বলে। ঘনবস্তু তিন দিকে বিস্তৃত। প্রত্যেক ঘনবস্তুই ত্রিমাত্রিক। ইট, পাথর, বাড়ি-ঘর, পাহাড়, টেবিল ইত্যাদি ঘনবস্তু।
প্রশ্ন-১০। দিক নির্দেশক রেখা কাকে বলে?
উত্তরঃ কোনো রেখাংশের এক প্রান্তকে আদিবিন্দু (initial point) এবং অপর প্রান্তকে অন্তবিন্দু (terminal point) হিসেবে চিহ্নিত করলে ঐ রেখাংশকে একটি দিক নির্দেশক রেখা বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *