কাপড়ে দেয়া নীল পানিতে ছড়িয়ে পড়ে কেন? ব্যাখ্যা কর।
কোন পদার্থের অণুগুলোর অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়ার ঘটনা হচ্ছে ব্যাপন। পানিতে কাপড়ে দেয়া নীল মেশালে তা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ পানিতে ছড়িয়ে পড়ে। নীলের অণুগুলোর ঘনত্ব পানির অণুর ঘনত্ব থেকে বেশি হওয়ার কারণে এই ব্যাপন ঘটে এবং প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত অণুগুলোর ঘনত্ব সমান হয়। এক্ষেত্রে ব্যাপন চাপ মূখ্য ভূমিকা পালন করে।