সবল কাণ্ড ও দুর্বল কাণ্ড কাকে বলে?

সবল কাণ্ড : যেসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে তাদেরকে সবল কাণ্ড বলে। যেমন– আম, জাম, নারকেল ইত্যাদি।
সবল কাণ্ডের মধ্যে কাষ্ঠ থাকে তাই খুব শক্ত হয়।

দুর্বল কাণ্ড : কিছু উদ্ভিদের কাণ্ড খাড়াভাবে দাঁড়াত পারে না তাই তারা মাটিতে বা মাচার উপরে বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না তাই এরা দুর্বল ও নরম। এরূপ কাণ্ডকে দুর্বল কাণ্ড বলে। এদের কোনোটি লতানো, কোনোটি শয়ান আবার কোনোটি আরোহিণী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *