স্নায়ুতন্ত্র হলো এমন তন্ত্র যা দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। মানুষের স্নায়ুতন্ত্র দুইভাগে বিভক্ত। যথা-
১.কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
২. প্রান্তীয় স্নায়ুতন্ত্র
১। কেন্দ্ৰীয় (Central) স্নায়ুতন্ত্র : স্নায়ুতন্ত্রের এ অংশ মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড নিয়ে গঠিত এবং দেহের ‘ভাবুক’ ( thinker ) বা ‘তথ্য প্রসেসর’ (information processor) হিসেবে কাজ করে।
২। প্রান্তীয় (Peripheral) স্নায়ুতন্ত্র : স্নায়ুতন্ত্রের এ অংশ সেনসরি ও মোটর নিয়ে গঠিত এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংবেদী অঙ্গ, পেশি ও বিভিন্ন গ্রন্থির সঙ্গে যুক্ত করে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র ‘অভিনেতা’ (actor) বা ‘কুশীলব’ (performer) হিসেবে পরিচিত।
স্নায়ুতন্ত্রের কাজ
দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন, বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন ও পরিবেশের সাথে সম্পর্ক রাখাই স্নায়ুতন্ত্রের প্রধান কাজ।