বিজ্ঞানী ক্যালভিনকে কত সালে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং কেন?
বিজ্ঞানী ক্যালভিনকে ১৯৬১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের তিনটি গতিপথের একটি হলো C3 গতিপথ। কার্বন ডাইঅক্সাইডের আত্মীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নামানুসারে ক্যালভিন-বেনসন চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। ক্যালভিন তাঁর এ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান।