মাইটোসিস কোষ বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে। এই তন্তুগুলোকে বলা হয় ট্রাকশন তন্তু। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত থাকে বলে এদের ক্রোমোজোমাল তন্তুও বলা হয়।

1/5 - (3 votes)

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.