প্রস্বেদন ও বাষ্পীভবনের পার্থক্য কি?
প্রস্বেদন ও বাষ্পীভবনের পার্থক্য নিচে উল্লেখ করা হলো-
প্রস্বেদন
১. এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
২. প্রক্রিয়াটি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত।
৩. প্রক্রিয়াটির ফলে সজীব উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে পানি বের হয়।
৪. এ প্রক্রিয়ার ফলে উদ্ভিদদেহে চাপের সৃষ্টি হয়।
৫. প্রস্বেদনে অংশগ্রহণকারী অঙ্গের উপরিতলে আর্দ্রতা দেখা দেয়।
বাষ্পীভবন
১. এটি একটি ভৌত প্রক্রিয়া।
২. বাষ্পীভবনের ব্যাপারে প্রোটোপ্লাজমের কোন ভূমিকা নেই।
৩. যেকোনো উন্মুক্ত জলাধার থেকে পানি বাষ্পাকারে উঠে বায়ুমণ্ডলে মিশে যায়।
৪. জলাধারে চাপের সৃষ্টি হবে না।
৫. যে জলাধার থেকে বাষ্পীভবন হয় তার উপরিভাগে শুষ্কতা দেখা দেয়।