শ্বাসমূল কাকে বলে? শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়?

মুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে। যেমন, সুন্দরীগরান,গেওয়া
 ইত্যাদি উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়।

প্রশ্নঃ শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় না?

উত্তরঃ কচুরিপানা

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “শ্বাসমূল কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts