মৃতজীবী শৃঙ্খল কাকে বলে?

উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের সঙ্গে বিভিন্ন অণুজীবের এবং প্রাণীর মধ্যে যে খাদ্য শৃঙ্খল গড়ে উঠে তাকে মৃতজীবী শৃঙ্খল বলে।
জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ভাইরাস অর্থ কি?
উত্তর :
 ভাইরাস অর্থ বিষ।

প্রশ্ন-২. মিথস্ক্রিয়া কাকে বলে?
উত্তর :
 জীব জগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোতে যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে তাকে মিথস্ক্রিয়া বলে।

প্রশ্ন-৩. প্লাজমা মেমব্রেন (plasma membrane) কাকে বলে?
উত্তর :
 কোষপ্রাচীরের ঠিক নিচে সব প্রোটোপ্লাজমকে ঘিরে যে সজীব নরম মেমব্রেন বা ঝিল্লি থাকে তাকে প্লাজমা মেমব্রেন (plasma membrane) বলে।

প্রশ্ন-৪. ল্যাকিউনি বা ক্যাপসুল কাকে বলে?
উত্তর :
 জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস ও কন্ড্রিনের মাঝে যে গহ্বর দেখা যায় তাকে ল্যাকিউনি বা ক্যাপসুল বলে।

প্রশ্ন-৫. বাষ্পমোচন কাকে বলে?
উত্তর :
 সূর্যালোক ও প্রোটোপ্লাজম দিয়ে কিছুটা নিয়মিত যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ থেকে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাকেই বাষ্পমোচন বলে। এ বাষ্পমোচনকে এক ধরনের প্রস্বেদন প্রক্রিয়া বলা হয়ে থাকে।

প্রশ্ন-৬. ঋণাত্মক আন্তঃক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে আন্তঃক্রিয়ায় জীবদ্বয়ের একটি বা উভয়ই ক্ষতিগ্রস্ত হয় তাকে ঋণাত্মক আন্তঃক্রিয়া (Negative interaction) বলে।

প্রশ্ন-৭. পরাগায়নের মাধ্যম কাকে বলে?
উত্তর :
 যে মাধ্যম পরাগ বহন করে তাকে পরাগায়নের মাধ্যম বলে। বায়ু, পানি, কীটপতঙ্গ, প্রাণী, এমনকি মানুষও পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে।

প্রশ্ন-৮. ট্রিপলেট কোডন কাকে বলে?
উত্তর :
 অ্যামিনো এসিডের সংকেত গঠনকারী তিনটি নাইট্রোজেন বেসের সমন্বয়ে গঠিত গ্রুপকে ট্রিপলেট কোডন বলে। প্রতিটি জেনেটিক কোডই হলো এক একটি ট্রিপলেট কোডন। প্রতিটি ট্রিপলেট কোডন কোনো একটি সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *