উদ্ভিদের কাণ্ড কাকে বলে? কাণ্ডের কাজ কি?
সাধারণভাবে উদ্ভিদের যে অংশ মাটির উপরে থেকে উদ্ভিদের ফুল, ফল, পাতা ইত্যাদি ধারণ করে তাকে উদ্ভিদের কাণ্ড বলে।
কাণ্ডের কাজ
উদ্ভিদের জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম। কাণ্ডের বিশেষ কাজগুলো নিচে উল্লেখ করা হলো–
- খাদ্য তৈরি,
- অঙ্গজ প্রজনন,
- আত্মরক্ষা,
- আরোহণ,
- প্রতিকূল পরিবেশে টিকে থাকা,
- খাদ্য সঞ্চয় ইত্যাদি।