পড়াশোনা

কিউটিকুলার প্রস্বেদন কাকে বলে? উদ্ভিদের পরিবহন পথ বলতে কী বোঝায়?

1 min read

কিউটিকুলার প্রস্বেদন কাকে বলে?- জ্ঞানমূলক প্রশ্ন
উত্তরঃ উদ্ভিদের বহিঃত্বকে, বিশেষ করে পাতার ওপরে ও নিচে কিউটিনের আবরণ থাকে। এ আবরণকে কিউটিকল বলে। কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বাইরে বের হয়। এ প্রক্রিয়াকে কিউটিকুলার প্রস্বেদন বলে।

উদ্ভিদের পরিবহন পথ বলতে কী বোঝায়?- অনুধাবনমূলক প্রশ্ন
উত্তরঃ উদ্ভিদের পরিবহন পথ বলতে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে বোঝায়। উদ্ভিদের পরিবহন পথে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় উপাদান ও খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়ে। জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে এ পরিবহন ঘটে। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল পদার্থ সারা দেহে পরিবাহিত হয়। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহন পথ।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x