সালোকসংশ্লেষণকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়? ব্যাখ্যা করো।
সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে CO2 এবং H2O পাতার ক্লোরোফিলে বিক্রিয়া করে শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে। এ প্রক্রিয়ায় H2O জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং CO2 বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এজন্য একে জারণ-বিজারণ প্রক্রিয়াও বলা হয়।