বৃতি কি? বৃতি এর কাজ
বৃতি হলো ফুলের সবচেয়ে বাইরের স্তবক। বৃতি ফুলের ভেতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি ও পোকার আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া সবুজ বৃতি সালোকসংশ্লেষণে সাহায্য করে এবং রং বেরঙের বৃতি পরাগায়নে সাহায্য করে। বৃতি খণ্ডিত হলে বিযুক্তবৃতি এবং খণ্ডিত না হলে যুক্তবৃতি বলে।