ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কি?
ধমনি ও শিরা মূলত রক্তনালি। যেসব রক্তনালির মাধ্যমে অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, তা-ই ধমনি। আর যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বলে। নিচে ধমনি ও শিরার মধ্যে পার্থক্য তুলো ধরা হলো।
ধমনি
- ধমনি হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে দেহের কৈশিকনালিতে শেষ হয়।
- ধমনি হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের দিকে পরিবহন করে।
- পালমোনারি ধমনি ছাড়া অন্য ধমনিগুলো O2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রক্ত উজ্জ্বল লাল বর্ণের।
-
প্রাচীর বেশ পুরু ও স্থিতিস্থাপক।
- কপাটিকা থাকে না।
- গহ্বর ছোট।
- অক্সিজেনের পরিমাণ বেশি।
- কার্বন ডাইক্সাইডের পরিমাণ কম।
শিরা
- শিরা কৈশিকনালি থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়।
- শিরা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে।
- পালমোনারি শিরা ছাড়া অন্য শিরাগুলো CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। রক্ত কালচে বর্ণের।
-
প্রাচীর কম পুরু ও অস্থিতিস্থাপক।
- কপাটিকা থাকে।
- গহ্বর বড়।
- অক্সিজেনের পরিমাণ কম।
- কার্বন ডাইক্সাইডের পরিমাণ বেশি।