ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কাকে বলে?
ক্যারিওকাইনেসিসঃ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিসের ফলে নিউক্লিয়াসটি সমান দুই অংশে বিভাজিত হয়ে সমগুণসম্পন্ন অপত্য কোষ গঠন করে। বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়।
সাইটোকাইনেসিসঃ মাইটোসিস কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে সে প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস (Cytokinesis) বলে। কোষের নিউক্লিয়াসের বিভাজনের পাঁচটি পর্যায় অর্থাৎ, ক্যারিওকাইনেসিস ধারাবাহিকভাবে ঘটার শেষ পর্যায়ে সাইটোকাইনেসিস শুরু হয়। এর মাধ্যমে একটি কোষ দুটি কোষে পরিণত হয়।