উদ্ভিদের পরিবহন বলতে কী বুঝায়?
উদ্ভিদের পরিবহন বলতে উদ্ভিদের খনিজ লবণ ও পানির শোষণ এবং পাতায় তৈরি খাদ্যের সারা দেহে প্রবাহকে বোঝায়।
উদ্ভিদের পরিবহন বলতে প্রধানত উর্ধ্বমুখী পরিবহন ও নিম্নমুখী পরিবহনকে বোঝায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদের দেহে রসের উর্ধ্বমুখী পরিবহন হয়। আবার ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের নিম্নমুখী পরিবহন হয়।