নিষেক ও দ্বি-নিষেকের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
নিষেক
১। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন প্রক্রিয়াকে নিষেক বলে।
২। সুপষ্পক উদ্ভিদে ঘটে।
৩। ১টি পুংগ্যামেটের প্রয়োজন হয়।
৪। এর ফলে শুধু ভ্রুণের উৎপত্তি হয়।
দ্বি-নিষেক
১। একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামেটের মিলনের প্রক্রিয়াকে দ্বি-নিষেক বলে।
২। এটি শুধু আবৃতবীজী উদ্ভিদে ঘটে।
৩। ২টি পুংগ্যামেটের প্রয়োজন হয়।
৪। ভ্রূণ ও শস্য টিস্যু উৎপন্ন করে।