দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে কি বুঝ?
একটি জীবের বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম ও দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন ধানের বৈজ্ঞানিক নাম Oryza Sativa। এখানে Oryza গণ নাম ও Sativa প্রজাতির নাম, এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং এই নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে।
দ্বিপদ নামকরণের লক্ষ্য হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয় এবং এই নামকরণে ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়। নামকরণ ল্যাটিন শব্দের হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়।