ক্লোন (Clone) শব্দের অর্থ হচ্ছে গোত্র। সাধারণ অর্থে আমরা বুঝি একই বংশের সকলকে একত্রে একটি গোত্র বলা হয়। তবে জীবপ্রযুক্তিতে ক্লোনিং এর অর্থ সীমায়িত। এক্ষেত্রে একই উৎস থেকে উদ্ভুত বস্তুর অনুরূপ সকল উৎপাদিত বস্তুই ক্লোন। তাই ক্লোন হলো সমরূপী ও সমধর্মী এক গোষ্ঠী বস্তু। আর যে পদ্ধতিতে এমন সমরূপী ও সমধর্মী বস্তুগুলো একই উৎস থেকে উৎপন্ন হয়, তাকেই বলা হয় ক্লোনিং। একই জিনের (DNA অণু) অসংখ্য নকল তৈরি হওয়াকে জিন ক্লোনিং (Gene cloning) বলে। জিন ক্লোনিং রিকম্বিনেট DNA টেকনোলজির সাহায্যে ঘটানো হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “জিন ক্লোনিং কি? ” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।