শ্বেত বামন কি? What is White dwarf in Bangla?

শ্বেত বামন (White dwarf) হচ্ছে একটি সুস্থিত শ্বেত তারকা। বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্ররা আস্তে আস্তে প্রসারিত হয় এবং তাপ বিকিরণ করে। যখন নক্ষত্র দ্বিগুণ প্রসারিত হয় তখন নক্ষত্রের তাপমাত্রা হয় অর্ধেক। তাপ বিকিরণ করতে করতে একসময় নক্ষত্রের ইলেকট্রনগুলো অন্তর্বর্তী তাপ বর্জন তত্ত্বের বিকর্ষণের দ্বারা শোষিত হয় এবং সংকুচিত হয়ে যায়। ফলে নক্ষত্রের তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। এইরূপ নক্ষত্রকেই শ্বেত বামন বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *