কিডনি সংযোজন বলতে কী বোঝায়?
কিডনি সংযোজন বলতে কিডনি প্রতিস্থাপনকে বুঝায়। যখন কোন ব্যক্তির কিডনি অকেজো হয়ে পড়ে তখন কোন সুস্থ ব্যক্তির কিডনি অথবা মরণোত্তর কিডনি দানের মাধ্যমে পাওয়া কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। অকেজো বা বিকল কিডনি অপসারণ করে সেখানে সুস্থ স্বাভাবিক কিডনি প্রতিস্থাপন করাই হলো কিডনি সংযোজন।