সহ-অবস্থান বা সিমবায়োসিস কাকে বলে?
বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে সহ-অবস্থান বা সিমবায়োসিস বলে।
যেমন– একটি সপুষ্পক উদ্ভিদ পর-পরাগায়নের জন্য কীটপতঙ্গের উপর এবং বীজ বিতরণের জন্য পশুপাখির উপর নির্ভরশীল। মৌমাছি, প্রজাতি, পোকামাকড় প্রভৃতি ফুলের মধু নেওয়ার জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে। এভাবে পারস্পরিক সংযোগ ও নির্ভরশীলতার মাধ্যমে জীবজগতে জীবগুলো সহ-অবস্থান করে।