আম্বিলিকাল কর্ড কি?

আম্বিলিকাল কর্ড মূলত একটি নালি যার ভেতর দিয়ে মাতৃদেহের সাথে ভ্রুণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। এটি ভ্রুণের নাভির সাথে যুক্ত থাকে। একে নাড়ীও বলা হয়।

জীববিজ্ঞান (Biology) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। মেটফরমিন কি?
উত্তরঃ মেটফরমিন বর্তমানে একটি বহুল ব্যবহৃত ঔষধ। যকৃতে গ্লুকোজ উৎপাদন কমানোর মাধ্যমে এই ঔষধ প্রাথমিকভাবে কাজ করে থাকে। মুখে গ্রহণের মাধ্যমে মেটফরমিন ভালো শোষিত হয় এবং এরা সিরাম প্রোটিনের সাথে যুক্ত হয় না। এই ঔষধ মূত্র দ্বারা বর্জিত হয় এবং পরিপাকতন্ত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে।

প্রশ্ন-২। ইনসুলিন কি?
উত্তরঃ ইনসুলিন হলো অগ্ন্যাশয়ের হরমোন যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। এটি এক ধরনের পলিপ্যাপটাইড। ইনসুলিন মূলত ৫১টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত।

প্রশ্ন-৩। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তরঃ প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ  বলে।

প্রশ্ন-৪। গ্রোথ হরমোন বলতে কী বোঝায়?
উত্তরঃ গ্রোথ হরমোন বলতে এমন হরমোনকে বোঝায় যা মানুষের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এ হরমোন যতদিন নিঃসরিত হয় ততদিন মানুষ লম্বা হয়, বিভিন্ন অস্থি সুগঠিত হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর গ্রোথ হরমোনের নিঃসরণ বন্ধ হয়ে যায় বলে মানুষের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়।

প্রশ্ন-৫। আই ব্রো কি?
উত্তরঃ আই ব্রো হচ্ছে চোখের একটি অংশ। চোখের পাতার উপর অংশের লোমকে আই ব্রো বলে। এটি কপাল থেকে গঠিয়ে আসা ঘাম চোখে প্রবেশ করা প্রতিহত করে।

প্রশ্ন-৬। রেচন পদার্থ বলতে কি বুঝায়?
উত্তরঃ রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘঠিত বর্জ্য পদার্থকে বোঝায়। মানবদেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। মূত্রের প্রায় ৯০% হলো পানি। অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ।

প্রশ্ন-৭। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি?
উত্তরঃ টেস্টোস্টেরন হরমোন ছেলেদের শুক্রাণুর বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধান হরমোন। এ হরমোন ছেলেদের শুক্রাণু তৈরি করে। বিভিন্ন গৌণ বৈশিষ্ট্য যেমন- গোঁফ, দাড়ি ও শরীরের বিভিন্ন স্থানে লোম গজানো ইত্যাদি নিয়ন্ত্রণ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *