প্লাজমা প্রোটিন কাকে বলে? হিমোলিম্ফ বলতে কি বুঝ?
রক্তের প্লাজমা বা রক্তরসে বিদ্যমান প্রোটিনকে প্লাজমা প্রোটিন বলে। রক্তে প্লাজমা প্রোটিনের পরিমাণ ৬.৪ – ৪.৮ গ্রাম/ডে. সি লিটার। রক্তের প্লাজমা প্রোটিনগুলো হলো– অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন, এনজিওটেনসিন, সেরিওলোপ্লাজমিন, থ্রম্বোপ্লাসটিন প্রভৃতি।
হিমোলিম্ফ বলতে কি বুঝ?
বর্ণহীন প্লাজমা এবং এর মধ্যে ভাসমান অসংখ্য রক্তকণিকা নিয়ে গঠিত পতঙ্গের রক্তই হিমোলিম্ফ। হিমোলিম্ফে কোন শ্বাসরঞ্জক থাকে না, তাই এরা শ্বসনে কোন ভূমিকা রাখে না। খাদ্যসার, রেচনদ্রব্য, হরমোন ইত্যাদি পরিবহনে অ্যামিনো এসিড, কার্বোহাইড্রেট প্রভৃতি সঞ্চয় রাখা, জীবাণু ধ্বংস করা, তঞ্চনে সাহায্য করা এবং ডানার সঞ্চালন ও খোলস মোচনে সহায়তা করা হিমোলিম্ফের কাজ।