স্নায়ুতন্ত্র কাকে বলে? বৃক্কের প্রধান কাজগুলো কি কি?
যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজে সুসংবদ্ধতা আনয়ন ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকেই স্নায়ুতন্ত্র বলে।
বৃক্কের প্রধান কাজগুলো কি কি?
বৃক্কের প্রধান কাজগুলো নিচে তুলে ধরা হলো–
- বৃক্ক মূত্র উৎপাদন করে।
- বৃক্ক দেহ হতে ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে।
- বৃক্ক হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ, অতিরিক্ত ঔষধ ও হরমােন বহিষ্কৃত হয়। বৃক্কের মাধ্যমে রক্ত থেকে অতিরিক্ত চিনি ও অ্যামিনাে এসিড অপসারিত হয়।
- বৃক্ক রক্তের প্লাজমার পানি সুরক্ষার মাধ্যমে দেহের পানি সাম্যতা রক্ষা করে।
- বৃক্ক রক্ত ও কোষকলার অভিস্রবনিক চাপ নিয়ন্ত্রণ করে।
- বৃক্ক দেহে সােডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির আয়নমাত্রা নিয়ন্ত্রণ করে।
- বৃক্ক দেহের বিভিন্ন তরলের pH নিয়ন্ত্রণের মাধ্যমে দেহে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে।
- দীর্ঘ সময়ে অনাহারে থাকলে বৃক্ক গ্লাইকোনিও জেনেসিস প্রক্রিয়ায় প্রােটিন ও লিপিড থেকে শর্করা উৎপাদন করে। এ সময় বৃক্ক প্রায় শতকরা ২০ ভাগ শর্করা সরবরাহ করতে পারে।