যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদের প্রথম স্তরের খাদক বলে।
যেমন- পানিতে ভাসমান প্রাণী প্ল্যাঙ্কটন, কীটপতঙ্গ, ঘাস ফড়িং, প্রজাপতি, পায়রা, মুরগি, গরু, ছাগল, হরিণ, হাতি ইত্যাদি প্রথম স্তরের খাদক। এদেরকে তৃণভোজী জীবও বলা হয়।
প্রকৃতিতে বিয়োজক গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
অতি ক্ষুদ্র জীব বা অণুজীব যেমন– ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি হলো বাস্তুতন্ত্রের বিয়োজক। এরা উদ্ভিদ বা প্রাণি মৃতদেহকে পচিয়ে সেখান থেকে খাদ্য গ্রহণ করে। উদ্ভিদ ও প্রাণির মৃতদেহ পচার ফলে তা মাটির সঙ্গে পুনরায় মিশে যায়। এই মিশে যাওয়া উপাদান তখন উদ্ভিদের পক্ষে আবার খাদ্য হিসেবে গ্রহণ করা সম্ভব হয়। বিয়োজকের এ ক্রিয়ার ফলে উদ্ভিদ প্রতিনিয়ত মাটি থেকে তার পুষ্টি উপাদান পেয়ে থাকে। ফলে পরিবেশ সুন্দর থাকে। এ কারণে প্রকৃতিতে বিয়োজক এত গুরুত্বপূর্ণ।