অস্থিসন্ধি কাকে বলে? অস্থি ও তরুণাস্থির পার্থক্য কি?
আমাদের দেহ যেসব অস্থি নিয়ে গঠিত সেগুলো পরস্পরের সাথে যোজক কলা দিয়ে এমনভাবে সংযুক্ত থাকে যাতে অস্থিগুলো বিভিন্ন মাত্রায় সঞ্চালিত হতে পারে। দুই বা ততোধিক অস্থির এসব সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে।
অস্থি ও তরুণাস্থির পার্থক্য কি?
অস্থি ও তরুণাস্থির পার্থক্য দেয়া হলো-
- তরুণাস্থি অর্ধকঠিন, নমনীয় ও স্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন তন্তু ও কোষ নিয়ে গঠিত যোজক কলা। অন্যদিকে অস্থি কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন অস্থিকোষ নিয়ে গঠিত।
- তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে আর অস্থির থাকে পেরিঅস্টিয়াম আবরণী।
- তরুণাস্থির ম্যাট্রিক্সে গোলাকৃতির কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট কোষ থাকে। আর অস্থির ম্যাট্রিক্সে জালকাকৃতির গঠনে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট ও অস্টিওক্লাস্ট কোষ থাকে।
- তরুণাস্থিতে অস্থিমজ্জা না থাকলেও অধিকাংশ অস্থিতে অস্থিমজ্জা থাকে।
- তরুণাস্থির অন্তর্গঠনে হ্যাভারসিয়ানতন্ত্র অনুপস্থিত কিন্তু অস্থিতে তা বিদ্যমান।