জেনেটিক ডিস অর্ডার কাকে বলে? (Genetic disorder in Bengali)
জেনেটিক ডিস অর্ডার কি বা কাকে বলে? (What is Genetic disorder in Bengali/Bangla?)
জিন বা ক্রোমোসোম এর অস্বাভাবিকতার জন্য যে সকল রোগ সৃষ্টি হয় সেগুলোকে জেনেটিক ডিস অর্ডার বলে। যেমন: হানটিংটনস ডাউন সিনড্রোস ইত্যাদি রোগ জেনেটিক ডিস অর্ডারের কারণে হয়ে থাকে।
জেনেটিক ডিস অর্ডারের শ্রেণিবিন্যাস (Classification of Genetic disorder)
জেনেটিক ডিস অর্ডারকে প্রধানত ৪ ভাগে ভাগ করা যায়। যথাঃ
১. মেন্ডেলিয়ান ডিস অর্ডার।
২. ক্রোমোসোমাল ডিস অর্ডার।
৩. মাইটোকন্ড্রিয়াল ডিস অর্ডার।
৪. মাল্টিফ্যাটোরিয়া ডিস অর্ডার।
মেন্ডেলিয়ান ডিস অর্ডার আবার দুই প্রকার। যথা:
- অটোসোমাল ডিস অর্ডার।
- সেক্স ক্রোমোসোমাল ডিস অর্ডার।
অটোসোমাল ডিস অর্ডার আবার দুই ভাগে বিভক্ত। যথা:
- অটোসোমাল রেসিসিভ ডিস অর্ডার।
- অটোসোমাল ডোমিনেন্ট ডিস অর্ডার।
সেক্স ক্রোমোসোমাল ডিস অর্ডার ৪ ভাগে বিভক্ত। যথা:
- x-লিংকড রেসিসিভ ডিস অর্ডার।
- x-লিংকড ডোমিনেন্ট ডিস অর্ডার।
- y-লিংকড রেসিসিভ ডিস অর্ডার।
- y-লিংকড ডোমিনেন্ট ডিস অর্ডার।
- মনোসোমি– টার্নাম সিন্ড্রোম।
- ট্রাইসোমি– ডাউন সিন্ড্রোম।