নিউক্লিয় বল কাকে বলে? নিউক্লিয় বলের বৈশিষ্ট্য

admin
1 Min Read

নিউক্লিয়াসের মধ্যে প্রােটন ও নিউট্রনগুলাে তীব্র আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এই বলকে নিউক্লিয় বল বলে।

নিউক্লিয় বলের বৈশিষ্ট্য
১। নিউক্লিয় বল শুধু আকর্ষণীয় বল। এই বলের তীব্রতা মহাকর্ষ এবং তাড়িতচৌম্বক বলের চেয়ে অনেক বেশী।
২। এই বল চার্জ নিরপেক্ষ। ধনাত্মক চার্জযুক্ত প্রােটন এবং চার্জহীন নিউট্রনের জন্য নিউক্লিয় বলের মান একই থাকে অর্থাৎ একই দূরত্বে প্রােটন-প্রােটন, নিউট্রন-নিউট্রন বা প্রােটন-নিউট্রন বলগুলাের মধ্যে কোনাে পার্থক্য নাই।
৩। এটি একটি স্বল্প পাল্লার বল। এর পাল্লা 10-14m, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে 10-14m পর্যন্ত দূরত্বে নিউক্লীয় বল অতি তীব্র এবং এর বাইরে এই বলের কোনাে প্রভাব নেই। সুতরাং নিউক্লিয়নগুলাে শুধু মাত্র তার পাশ্ববর্তী নিউক্লিয়নের সাথে আবদ্ধ থাকে দূরবর্তী নিউক্লিয়নগুলাের সাথে নয়।

Share this Article
Leave a comment
x