ফ্রুটবডি (Fruit body) কি?

Agaricus-এর জনন অংশ হলো ফ্রুটবডি। এটি মাইসেলিয়াম থেকে প্রথমে গুটি আকারে সৃষ্টি হয়। পরে মাটির উপরে উঠে এসে বৃদ্ধি পেয়ে ব্যাঙের ছাতায় পরিণত হয়। পরিণত অবস্থায় এর দুটি অংশ থাকে। উপরের দিকে ছাতার ন্যায় অংশকে বলা হয় পাইলিয়াস এবং নিচে দন্ডের ন্যায় অংশকে বলা হয় স্টাইপ।

স্টাইপের ওপরের দিকে আংটির ন্যায় গঠনকে বলা হয় অ্যানুলাস। পাইলিয়াসের নিচের অংশে পাতলা পাত সদৃশ ঝুলন্ত অসংখ্য গিলস দেখা যায়। গিলস-এর অগ্রভাগে ব্যাসিডিয়া ও ব্যাসিডিওস্পোরসমূহ অবস্থান করে। প্রতিটি ব্যাসিডিয়ামের মাথায় ২ অথবা ৪টি ব্যাসিডিওস্পোর তৈরি হয়। Agaricus-এর ফ্রুটবডিকে বলা হয় ব্যাসিডিওকার্প।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *